কোচবিহার, ৩০ এপ্রিল: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দিনহাটার এক ব্যক্তি। শনিবার হাওড়া থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম নান্নু মিয়া। আজ দিনহাটার বাড়িতে পৌঁছায় দিনহাটা ও সিতাই থানার পুলিস এবং রাজ্য গোয়েন্দা বিভাগের কর্তারা। তারা প্রতিবেশীদের কাছ থেকে নান্নুর বিষয়ে খোঁজখবর করেন। কিন্তু প্রতিবেশীরা ভাবতে পারছেন না যে নান্নু একজন জঙ্গি। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল বলে প্রতিবেশীরা জানান।
কোচবিহারের দিনহাটার মদনকুঁড়া গ্রামে নান্নু মিয়ার বাড়ি। ওই গ্রামে গিয়ে দেখা গেল, নান্নুর টিনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির গেট থেকে শুরু করে দরজা, জানাল সব কিছু বন্ধ অবস্থায় রয়েছে। বাড়িটি দেখলেই বোঝা যায় এই বাড়িতে বেশ কয়েকমাস থেকে মানুষের বসবাস নেই।
নান্নুর প্রতিবেশী নুরবানু বিবি বলেন, ছোটবেলা থেকেই ওকে দেখছি। এমনিতে শান্তশিষ্ট ছেলে। ও আমাকে ভাবি বলে ডাকে। প্রতিদিন নিয়মিত পাশের মসজিদে নামাজ পড়ত। এবং কৃষিকাজ করে সংসার চালাত। প্রায় ২০ বছর আগে পাশের গ্রামে বিয়ে করে। নান্নুর স্ত্রী ছাড়াও দুই মেয়ে এবং দুই ছেলে রয়েছে। দুই মেয়েকে বিয়ে দিতে প্রচুর টাকার প্রয়োজন, তাই প্রায় দশ মাস আগে কাজের সন্ধানে দিল্লি চলে যায়। নান্নুর স্ত্রী তার তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। প্রতিবেশী নুরবানু বিবি এমনটাই জানেন। কিন্তু আজ সকাল থেকে গ্রামে পুলিশ ও অপরিচিত মানুষের যাতায়াত শুরু হওয়ায় অবাক হয়ে যান। তখনই জানতে পারেন নান্নুরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক প্রতিবেশী জমিলা বেওয়া বলেন, নান্নুরকে কী কারণে ধরেছে তা বলতে পারব না।তবে শুনেছি ও নাকি জঙ্গি।
সূত্রের খবর, বছর ৪০ এর নান্নু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে। তাই তার বিরুদ্ধে ইউ এ পি এ ধারায় মামলা করা হয়েছে।