Home রাজ্য উত্তরবঙ্গ জঙ্গল থেকে হাতি এসে খেয়ে গেল ৮৪ জনের টিফিন

জঙ্গল থেকে হাতি এসে খেয়ে গেল ৮৪ জনের টিফিন

নাগরাকাটা, ২০ মে: শ্রমিকদের টিফিন খেয়ে পালালো হাতি। এক দুইজনের টিফিন নয়, ৮৪ জনের টিফিন খেয়ে ফেলে। শনিবার এমনই ঘটনা ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ বামনডাঙ্গা চা বাগানের ডুমুরঝোড়া সেকশনে শ্রমিকরা কাঁচা পাতা তুলছিলেন। চা বাগানের গাছে দুপুরের খাবার ঝুলিয়ে রেখেছিলেন ৮৪ জন শ্রমিক। হঠাৎ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি হাতি ওই চা বাগানে ঢুকে পড়ে। হাতি দেখে কর্মরত শ্রমিকদের মধ্যে হুলুস্থুল বেঁধে যায়। শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায়। হাতিটি অনেক সময় ধরে একে একে ৮৪ জনের খাবার খেয়ে ফেলে। এরপর আপন মনে সেখান থেকে চলে যায়। হাতির আতঙ্কে প্রায় দু ঘন্টা সেখানে কাজ বন্ধ থাকে। তবে হাতেটির উপর নজর রাখছে বনদপ্তর।
শ্রমিকরা বলেন, তারা কাজ করার ফাঁকে দুপুরে খাওয়ার জন্য কেউ রুটি, কেউ ভাত, কেউ অন্য খাবার নিয়ে এসেছিলেন। কিন্তু একটি হাতি এসে সব খেয়ে গেল। শুধু ওই টিফিন খাওয়াই নয়, নষ্ট হয়েছে টিফিন বক্স ও ব্যাগ। ওই ঘটনায় শ্রমিকরা শুধু হতবাক হয়েছেন তা নয়, আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে।