জলপাইগুড়ি, ২২ মে: ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগান সংলগ্ন নাথুয়ার জঙ্গল থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে স্থানীয়রা হাতির দেহ পড়ে থাকতে দেখেন । ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও মৃদুল কুমার এবং নাথুয়া রেঞ্জ ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা । হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকলেও দাঁত দুটি অক্ষত অবস্থায় রয়েছে । হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় হয়েছে বনদপ্তর ।
ডিএফও মৃদুল কুমার জানিয়েছেন, দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।