Home Top News জঙ্গলে নাবালিকাকে তুলে নিয়ে যায় জোরপূর্বক!

জঙ্গলে নাবালিকাকে তুলে নিয়ে যায় জোরপূর্বক!

ফাঁসিদেওয়া, ১৪ মার্চ: এক আদিবাসী নাবালিকাকে শ্রীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা যায় গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হনুমানডাংগি গ্রামে এই ঘটনা। মাঠের থেকে বাড়ি ফিরছিল ওই আদিবাসী নাবালিকা।
তখনই হঠাৎই এলাকার বিজয় মজুমদার নামে সেই যুবক একটি জঙ্গলে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রীলতাহানি ধর্ষণের চেষ্টা করে।
এরপরে নাবালিকার চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে।
তাকে উদ্ধার করে এবং পুরো ঘটনা পরিবারকে জানায় সেই নাবালিকা মেয়েটি। সেই মোতাবেক গতকাল রাতেই ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপরে ঘটনার তদন্ত নেমে ওই যুবককে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানায় পুলিশ।
আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। যুবকের বিরুদ্ধে পকশো আইনে মামলা রুজু করা।