ছোট গাড়ির ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু

রাজগঞ্জ ৮ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাঁড়িয়ে থাকা এক ট্রাক চালকের। শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম তাসিব শেখ। তার বাড়ি ঝারখন্ডে। ছোট গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেপ্তার আটক পুলিশ। জিতের নাম বাপি মালি। তার বাড়ি বালুরঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জান গিয়েছে, ফাটাপুকুরের একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আনুমানিক সাড়ে তিনটা নাগাদ ট্রাকের চালক গাড়িতে উঠার মুহূর্তে শিলিগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগামী ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেই ছোট গাড়ির চালককে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।