চোখে ঢুকেছে পেরেক, বাদ দিতে হল চোখ

কলকাতা, ৩০ নভেম্বর: চোখে পেরেক ঢুকে যাওয়ায় অস্ত্রোপচার করে বাদ দিতে হলো চোখ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে এই ঘটনা। যদিও পরিবারের অভিযোগ, দেরিতে অস্ত্রোপচার হওয়ায় যুবককে চোখ খোয়াতে হলো। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রাজা নস্কর নামে এক যুবক কলকাতার এক ছাপাখানায় কাজ করতেন। গত সোমবার কর্মস্থলে তার বাঁ চোখে পেরেক ঢুকে যায়। ওইদিনই তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু অস্ত্রোপচার করা হয় বুধবার। সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় শুক্রবার অস্ত্রোপচার করে যুবকের বাঁ চোখটি বাদ দেওয়া হয়। পরিবারের অভিযোগ, দেরিতে অস্ত্রোপচার করার কারণে যুবকের চোখ খোয়া গেল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন পরিবার। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, ডান চোখেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায়, বাঁ চোখটি বাদ দিতে হয়েছে।