Home রাজ্য উত্তরবঙ্গ চুরি ছিনতাই করে একাধিক ফ্লাটের মালিক

চুরি ছিনতাই করে একাধিক ফ্লাটের মালিক

জলপাইগুড়ি, ৬ জুন: পরিবার নিয়ে বসবাস করে ফ্ল্যাটের তিন তলায়। ফ্ল্যাটে থাকা চাট্টিখানি কথা নয়। বেশি উপার্জন না থাকলে কেউ ফ্ল্যাটে থাকতে পারেনা। আর যারা ফ্ল্যাটে থাকে তাদের অধিকাংশেরই হাবভাব আলাদা। আরও কয়েকজনের মতো শিলিগুড়ির মাটিগাড়া এলাকার কলম জোতের উৎসব অ্যাপার্টমেন্টে বাস করে ড্যানিয়েল আলি খান। তার আরও কয়েকটি নাম রয়েছে, যেমন গাজী আলি সৈয়দ ও ড্যানিয়েল আলি।দেখতে সুঠাম চেহারা। দিনের বেলায় খুব পরিপাটি করে ঘোরাফেরা করে। এই ড্যানিয়েলের আদতে পেশা হল চুরি, ছিনতাই ও চোরাচালান করা। তার আসল বাড়ি মধ্যপ্রদেশে। গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে রাজগঞ্জ থানা ও নিউ জলপাইগুড়ি থানার দৌলতে।
সম্প্রতি দিনের বেলায় রাজগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রাজগঞ্জ বাজারের এক সোনার দোকান থেকে অলংকার নিয়ে পালায় এক দুষ্কৃতী। অভিযোগের ভিত্তিতে পুলিশ হন্যে হয়ে ওই দুষ্কৃতীকে খুঁজতে শুরু করে। রাজগঞ্জ থানার পুলিশ ওই দুষ্কৃতীর সুলুক সন্ধান পেলেও পাকড়াও করার আগে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গত ৩০ মে ৩৫ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে। পরের দিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডে নেয় পুলিশ। রবিবার সেই অভিযুক্তকে ফের আদালতে তোলা হলে সোনার চুরির অভিযোগে ৪ দিনের জন্য রিমান্ডে নিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মধ্যপ্রদেশ ছাড়াও মাটিগাড়া কলমজোতের উৎসব অ্যাপার্টমেন্ট, মেডিকেল মোড়ের শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট এবং খড়্গপুরের একটি ঠিকানা পাওয়া গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মূলত দিনের বেলায় ক্রেতা সেজে সোনার অলংকার ও মূল্যবান পাথর হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভক্তিনগর, নিউ জলপাইগুড়ি, ভক্তিনগর, প্রধাননগর, মাটিগাড়া ও বাগডোগরা থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকবার গ্রেপ্তারও হয়েছে।
রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, তদন্তে নেমে জানা গিয়েছে, অভিযুক্ত ড্যানিয়েলের মূল পেশা সোনার দোকানে চুরি করা। দিনের বেলায় ক্রেতা সেজে সোনার দোকানে গিয়ে অলংকার হাতিয়ে নেয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ঘটনায় একটি চক্র ও তার পরিবারের সদস্যরা জড়িত রয়েছে। গোটা ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।