Home রাজ্য উত্তরবঙ্গ চিকিৎসকের বদলি রুখতে পথ অবরোধ করেন বাসিন্দারা

চিকিৎসকের বদলি রুখতে পথ অবরোধ করেন বাসিন্দারা

রাজগঞ্জ, ১৯ জুন: হাসপাতাল থেকে এক চিকিৎসকের বদলির প্রতিবাদে সরব স্থানীয়রা। শুক্রবার ওই চিকিৎসককে হাসপাতালে বহাল রাখার দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করেন। বেলাকোবা ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বাসিন্দারা বলেন, বেলাকোবা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডা: রাকেশ কুমার শর্মা একজন ভাল চিকিৎসক এবং একজন ভাল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তাই ওই চিকিৎসককে অন্যত্র বদলি করতে দেওয়া হবে না। ডাক্তারকে ষড়যন্ত্র করে বদলি করা হচ্ছে বলে সন্দেহ। তাই বদলি রদ করতে বিএমওএইচ কে লিখিতভাবে জানানো হয়েছে।