Home Top News চা সিঙ্গারার আড়লে বিক্রি হয় নেশার ট্যাবলেট

চা সিঙ্গারার আড়লে বিক্রি হয় নেশার ট্যাবলেট

ডুয়ার্স, ৭ মার্চ: চা ও সিঙাড়া বিক্রির ব্যবসার আড়ালে চায়ের কেটলির ভেতর এই ওষুধগুলি লুকিয়ে রেখে রমরমিয়ে চলছিল ব্যবসা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এলাকায় চুরি বাড়তে থাকার কারণ হিসেবে নেশার বাড়বাড়ন্তকেই তুলে ধরেছিলেন প্রশাসনের আধিকারিকরা।

তারপরেই মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান শুরু করে বানারহাট থানার পুলিশ। শনিবার সন্ধ্যার পর বাজারের ওই চায়ের দোকানে বানারহাট থানার পুলিশ আধিকারিকরা সাধারণ পোশাকে হানা দেয়।
গোপনসুত্রে খবর পেয়ে সোমবার রাতে বানারহাটের এল.আর.পি মোড় সংলগ্ন এলাকার এক চায়ের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ নেশার ওষুধ উদ্ধার করল বানারহাট থানার পুলিশ।
দোকানে তল্লাশি চালাতেই চায়ের কেটলির ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ  নেশার ট্যাবলেট। দোকানিকে আটক করেছে পুলিশ। এই ট্যাবলেট সহ আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে ধৃত দুই জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস আইনের ২১/সি ধারায় মামলা রজু করা হয়েছে। পাশাপাশি চলছে তদন্ত। এমন বহু দোকানে নেশার ট্যাবলেট বিক্রি হয়। তা নিয়ে অভিযান চলবে।