চা বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি, ২৮ মে: ডুয়ার্সের মিটেলির এক চা বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার । করোনা আবহের মধ্যে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
বৃহস্পতিবার বাটাইগোল চা বাগানের ছায়া গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম বিফাই ওরাওঁ (৪৪)। তার বাড়ি বাটাইগোল চা বাগানের জঙ্গল লাইনে ।
জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা ওই বাগানের ২২ নম্বর সেকশনের একটি ছায়া গাছে ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।