চা বাগান থেকে উদ্ধার মৃত চিতাবাঘ

জলপাইগুড়ি, ১৭ এপ্রিল: চা বাগান থেকে উদ্ধার হল এক চিতাবাঘের মৃতদেহ। শুক্রবার সকালে ধুপগুড়ি ব্লকের ডায়না চাবাগানের ৫৫ নং সেকশনে থেকে মৃত চিতাবাঘটি উদ্ধার হয়।
জানা গিয়েছে, স্থানীয়রা ওই চা বাগানে ওই চিতাবাঘ টি দেখতে পায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডুয়ার্সের বিন্নাগুড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত চিতাবাঘের ময়নাতদন্তের জন্য গরুমারাতে নিয়ে যাওয়া হয়েছে।ময়না তদন্তের পরই মৃত্যুর কারন জানা যাবে।