চা বাগানে শ্রমিক বঞ্চনার প্রতিবাদে এনইউপিডব্লিঊ এর বিক্ষোভ

রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি: শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে রাজগঞ্জের মান্তাদারি চা বাগানে
বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন – ন্যাশনাল ইউনিয়ন অফ প্লান্টেশন ওয়ার্কার্স ( এনইউপিডব্লিঊ )। মঙ্গলবার তারা বিক্ষোভ দেখানোর সময় অবিলম্বে শ্রমিকদের দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
এনইউপিডব্লিঊ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা ইনটাকের জলপাইগুড়ি জেলার সভাপতি দেবব্রত নাগ বলেন, মান্তাদারি চা বাগানের মেনঘরা ডিভিশনে বহু বছর থেকে প্রায় ৪৫ জন শ্রমিক কাজ করলেও তাদেরকে স্থায়ী করা হয়নি। পিএফ, গ্রাচুইটি সহ প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। মালিকপক্ষ খেয়ালখুশিমতো শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। ১০ দফা দাবিতে গত ১১ নভেম্বর মালিকপক্ষকে স্মারকলিপি দেওয়া হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না ।  তাই চা বাগানের শ্রমিকদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে সমস্যা সমাধানে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ওই চা বাগানের জেনারেল ম্যানেজার বাবলু গোয়েল বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি দাবিপত্র জমা দিয়েছেন। পাতা তোলার মরশুম শুরু হলেই দাবিদাওয়া নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হবে।