জলপাইগুড়ি, ৫ মে: চা বাগানের নালা থেকে উদ্ধার বাইসনের ক্ষতবিক্ষত দেহ। মঙ্গলবার সকালের দিকে বানারহাটের তোতাপাড়া চা বাগানের ২৩ নম্বর সেকশনের ঘটনা। চা বাগান ঘেরাও দেওয়া ব্লেড তারে ক্ষতবিক্ষত হয়ে বাইসনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হোতাপাড়া চা বাগান ব্লেড তার দিয়ে ঘেরা না থাকলেও পার্শ্ববর্তী কিছু বাগান গ্রেপ্তার দিয়ে ঘেরা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এলাকায় তিনটি বাইসন ঘোরাফেরা করছিল। তার মধ্যে দুটি বাইসন পাশের তোতাপাড়ার জঙ্গলে ঢুকে গেলেও একটি বাইসন আহত অবস্থায় নালায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি রেঞ্জের বন্যপ্রাণ শাখার কর্মীরা এবং অনারারী ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি। বনকর্মীরা আহত বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই বাইসনটি মারা যায়।
অনারারী ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন, তোতাপাড়া চা বাগানে ব্লেড তার লাগানো না থাকলেও এলাকার অন্য চা বাগানগুলিতে আছে। হয়ত সেখান থেকেই আহত হয়েছে বাইসনটি। সম্ভবত এ কারণেই বাইসনের মৃত্যু হয়েছে। বাগানগুলি থেকে ব্লেড তার খুলে ফেলার নির্দেশ দেওয়া হলেও অনেকে তা ভ্রুক্ষেপ করছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।