চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৫ জন

মালদা, ১০ আগস্ট: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। রীতিমতো অফিস খুলে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ঘটনা। হবিবপুর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে অফিস সিল করে দিয়েছে। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশকিছু নথি। খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকরা জানতে পারেন হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায় ওই অফিসে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। পুলিশ উপর নজরদারি শুরু করে। মালদা জেলার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর বামনগোলা বিভিন্ন স্থান থেকে যুবক-যুবতীরা আসতেন ওই অফিসে। গোপনে সেইসব যুবকদের কাছ থেকে তথ্য জোগাড় করে পুলিশ। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। ওই অফিসটি ভুয়ো , নিশ্চিত হওয়ার পরই অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভঙ্কর সিনহা নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তার খোঁজ করা হচ্ছে। এই ধরনের অফিস জেলায় আরও কয়েকটি রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।