চাকরি গেল তৃণমূল নেতার দুই মেয়ে ও জামাইয়ের

মালদা, ১২ মার্চ: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি’র ৮৪২ জন গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে মালদার এক তৃণমূল নেতার দুই মেয়ে ও জামাইয়ের। ওই তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ দাস।
এসএসসি গ্রুপ ডি’র পর এবার গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার প্রকাশিত ওই ৮৪২ জনের নামের তালিকায় নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ দাসের দুই মেয়ে সম্পা দাস ও মাম্মি দাস এবং জামাই বিপ্লব দাসের।এছাড়াও হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিক বিদ্যালয়ে গ্রুপ সি-তে কর্মরত কর্মীদের নাম রয়েছে।
জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা প্রকাশ দাসের মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে, শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে ও জামাই বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাই স্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। অনেক টাকার বিনিময়ে ওই তৃনমূল নেতার দুই মেয়ের চাকরি হয়েছিল বলে খবর। সেই টাকা কাকে দিয়েছিল বা কাদের সুপারিশে হয়েছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও সমগ্র ঘটনায় কোন মন্তব্য করতে চাইনি প্রকাশ দাস বা তার পরিবারের লোকেরা।