Home রাজ্য উত্তরবঙ্গ চাকরির দাবিতে সভাধিপতির বাড়িতে জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

চাকরির দাবিতে সভাধিপতির বাড়িতে জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

রাজগঞ্জ, ২৫ নভেম্বর: চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে জমায়েত হন জেলার ভূমিহারা পরিবারের সদস্যরা। ১০ ডিসেম্বরের মধ্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করা হলে প্রধান সেচ নালা বন্ধ করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। সোমবার সাতসকালে বেলাকোবার বাড়িতে জমায়েত হয়ে সভাধিপতিকে এই আন্দোলনে নামার কথা জানিয়ে দেওয়া হয়।
জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির অন্যতম সদস্য মোস্তফা হোসেন চৌধুরী জানিয়েছেন, ১৯৮৩ – ৮৪ সালে সেচ দপ্তরের বিভিন্ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। জমিদাতাদেরকে সরকারের পক্ষ থেকে ল্যান্ড লুজার সার্টিফিকেট দেওয়া হয়। প্রায় ৬০০ জমিদাতা রয়েছে। কিন্তু আজ অবধি তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। অনেকবার আন্দোলন করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিরা শুধু দেখবো – দেখছি করে আশ্বাস দিয়েছেন। কিন্তু বাস্তবে ভূমিহারারা কোনো সুফল পায়নি। তাই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার ল্যান্ড লুজার কমিটি।