Home রাজ্য চাকরির দরকার নেই ৬০ বছর বয়েস হলেই পাবেন পেনশন!

চাকরির দরকার নেই ৬০ বছর বয়েস হলেই পাবেন পেনশন!

ফাঁসিদেওয়া, ১৬ এপ্রিল: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া বিডিও অফিসের পক্ষ থেকে “জয় বাংলা পেনশন স্কিম” ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তির জন্য তপশিলি জাতির জন্য। তপশিলি উপজাতি জন্য “জয় জোহার” পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন। সরকার তপসিলি জাতি ও উপজাতী ভুক্ত প্রবীণ নাগরিকদের জন্য পেনশন দিচ্ছে। এখনই তাই যোগাযোগ করুন। সরকারি কিংবা বেসরকারি চাকরি এখানে দরকার নেই। আপনার বয়েস ৬০ বছর হলেই হবে। আপনি পাবেন সরকারি পেনশন।
এজন্য নিম্নলিখিত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, ডিজিটাল রেশন কার্ড জমা দিতে পারবেন নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে। ফাঁসিদেওয়া বিডিও সঞ্জুগুহ মজুমদার জানিয়েছেন, ফাঁসিদেওয়া ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত বিধাননগর-১’ বিধাননগর-২ গ্রাম পঞ্চায়েত জামতলা গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত এলাকার বাসিন্দারা নিজ-নিজ ডকুমেন্টস নিয়ে অতি শীঘ্রই অঞ্চল বা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন। তবে এই সময়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনারা আপনাদের নিজের সামাজিক দূরত্ব বজায় রেখে তারপরে তাদের ডকুমেন্ট জমা নিবেন।