ফাঁসিদেওয়া, ২৬ নভেম্বর: গাড়ির চালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ফাঁসিদেওয়া এলাকায়।শিলিগুড়ি ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস ক্যানেল সেতু এলাকায় এই ঘটনা। মৃত্যু ওই ব্যক্তি গ্যাস বোঝাই ট্রাকের চালক। চলন্ত গাড়িতে তার মৃত্যু হয় ওই গাড়ির কেবিনেই। কেবিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত ওই ব্যক্তির নাম মিন্টু রায় (৩৫)। বাড়ি ফাঁসিদেওয়া বটতলা এলাকায়। এদিন বাড়ির কাছাকাছি এসে গেলে চালককে ডাকতে শুরু করেন সহকারী চালক। কিন্তু সারা শব্দ না পেয়ে গাড়ি থামিয়ে তিনি ভাল করে দেখেন যে অসুস্থ হয়েছে সে। তড়িঘড়ি ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ আসে। এরপর হাসপাতাল থেকে তার মৃতদেহ ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের সদস্যরা জানান গত শনিবার গাড়ি নিয়ে তিনি অসমের উদেশ্য রওনা দেন। অসুস্থ বোধ হওয়ায় সহকারী চালক গাড়ি চালাচ্ছিল। বাড়ির কাছে এসে এমন ঘটনা ঘটলো ভাবতে পাছিনা। এই ঘটনায় শোকাহত পরিজনেরা।