চরম আর্থিক সংকটের কারণে স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী!

এইচ. এন. ডেস্ক, ৮ এপ্রিল: ঘর থেকে স্বামী ও স্ত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ঘরে পড়ে মৃত স্ত্রী, আর তাঁর পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ। ঘটনাটি ঘটেছে যাদবপুরের চিত্তরঞ্জন কলোনিতে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সুইসাইড নোটে লেখা আছে, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃতদের নাম বৈজ‌নাথ প্রসাদ (৬২) ও জলি প্রসাদ (৫৭)।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, বৈজনাথের স্ত্রী জলি প্রসাদ ক্যান্সারে আক্রান্ত। চোখের সমস্যা হওয়ার কারণে বৈজনাথ কাজ করতে পারতেন না। যেটুকু সম্বল ছিল তা শেষ হয়েছে স্ত্রীর চিকিৎসার কারণে। সংসারের খরচ চালাতে পারছিলেন না। তার ওপর স্ত্রীর চিকিৎসা ভার। চরম আর্থিক সংকটে ভুগছিলেন ওই দম্পতি। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বৈজনাথ। তারপর ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।