Home দেশ চতুর্থ দফা লকডাউনে কি ছাড় ? কি ছাড় নেই ?

চতুর্থ দফা লকডাউনে কি ছাড় ? কি ছাড় নেই ?

এইচ.এন.ডেস্ক. ১৮ মে: সারাদেশে চতুর্থ দফার লকডাউন বাড়ানো হল ৩১ মে পর্যন্ত। সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত কারফিউ থাকবে।
প্রথম দফায় ২১ দিন, দ্বিতীয় দফায় ১৯ দিন, তৃতীয় দফায় ১৪ দিন, এবার চতুর্থ দফায় ফের ১৪ দিন মিলিয়ে ৬৮ দিন লকডাউন সারাদেশে। তবে এবার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রীন জোন এবং কনটেনমেন্ট জোন ঠিক করবে রাজ্য সরকার।
চতুর্থ দফা লকডাউনে কি কি ছাড় রয়েছে এবং কি কি ছাড় নেই দেখে নেওয়া যাক –
* চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রাজ্যের মধ্যে অন্যত্র ও রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি পাবেন।
* দুই রাজ্যের সম্মতি থাকলে আন্তঃরাজ্য যাত্রী পরিবহন চালানো যাবে।
* সব ধরনের গাড়ি চলাচল করবে।
* অল্প সংখ্যক দর্শক নিয়ে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খোলা যাবে।
* বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবে।
* শেষকৃত্যে সর্বাধিক ২০ জন থাকতে পারবে।
* শুধুমাত্র হোম ডেলিভারির জন্য রেস্তোরাঁ খোলা যাবে।
* এসব প্রতি ক্ষেত্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
# চতুর্থ দফার লকডাউনে নেই কি করা যাবে না –
* বিমান পরিষেবা বন্ধ থাকবে।
* বন্ধ থাকবে মেট্রো চলাচল।
* বাস, রেলস্টেশন ও বিমানবন্দর বাদে কোনো রেস্তোরা খোলা যাবে না।
* স্কুল-কলেজ বন্ধ থাকবে।
* সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম খোলা যাবে না।
* সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও বিনোদনমূলক অনুষ্ঠানে জমায়েত করা যাবে না।
* বন্ধ থাকবে ধর্মীয় স্থান। এছাড়া ৬৫ বছরের বেশি বয়স এবং ১০ বছরের কম বয়সিদের বাইরে যাওয়া নিষেধ।