Home রাজ্য ঘোষণা করা হল বিজেপির নতুন রাজ্য কমিটি

ঘোষণা করা হল বিজেপির নতুন রাজ্য কমিটি

কলকাতা, ১ জুন: ঢেলে সাজানো হল বিজেপির রাজ্য কমিটি। আজ নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। তারা হলেন- বিশ্বপ্রিয় রায়চৌধুরি, সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মিত্র, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, দীপেন প্রামাণিক, অর্জুন সিং, ভারতী ঘোষ ও মাফুজা খাতুন। এছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে সায়ন্তন বসু, সঞ্জয় সিং, রথীন বসু, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায় কে ।

এছাড়া রাজ্য কমিটিতে ১০ জনকে সচিব করা হয়েছে। তাঁরা হলেন তুষার মুখোপাধ্যায়, তুষারকান্তি ঘোষ, অরুণ হালদার, দীপাঞ্জন গুহ, বিবেক সোনকর, সব্যসাচী দত্ত, তনুজা চক্রবর্তী, ফাল্গুনি পাত্র, সংঘমিত্রা চৌধুরি ও শর্বরী মুখোপাধ্যায়। সংগঠন সূত্রে জানা গিয়েছে,
বিজেপির ৭ টি শাখা সংগঠনের নেতৃত্বেও রদবদল করা হয়েছে। মহিলা মোর্চার আহ্বায়ক অগ্নিমিত্রা পল। যুব মোর্চার সভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তফশিলি মোর্চার সভাপতি দুলাল বর। তফশিলি উপজাতি মোর্চার সভাপতি মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু।ওবিসি মোর্চার সভাপতি নির্মল কর্মকার,
কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।