শিলিগুড়ি, ১৭ আগস্ট: গত ১৫ আগস্ট ঘুরতে বের হয় ৫ বন্ধু। প্রথমে ওরা যায় লাটাগুড়ি। সেখান থেকে সেদিনই যায় কার্শিয়াং। পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয় ১৫ আগস্ট রাত ১২ টা নাগাদ। তারপর থেকে কোনও যোগাযোগ নেই। চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকেরা। ১৬ আগস্ট তাই পরিবারের লোকেরা শিলিগুড়ি থানায় মিসিং ডাইরী করে।
ঘুরতে গিয়ে নিখোঁজ ছিল শিলিগুড়ির এই পাঁচ বন্ধু। পরে জানা যায় ওদের সাদা রঙের গাড়িটি পাহাড়ে গিয়ে দুর্ঘটনায় পড়ে। পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে যায়। পুলিশ ৪ জনের দেহ উদ্ধার করেছে। মৃতরা হল শিলিগুড়ির সুব্রত দাস, ঋষভ দাস, অভ্রনীল কুন্ডু, বিক্রম দাস এবং রাজ সিং (রোনাল্ডো)
এদের মধ্যে চার যুবক শিলিগুড়ি রথখোলার বাসিন্দা। ৪ জন একই গলিতে থাকে। রাজের বাড়ি এনজেপি এলাকায়। ওদের মধ্যে তিনজন কলেজ পড়ুয়া ও একজন স্কুল পড়ুয়া রয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে ১৫ আগস্ট শিলিগুড়ি থেকে ওই ৫ বন্ধু ঘুরতে গিয়েছিল গাড়ি করে। ডুয়ার্স ঘুরে শেষে রাতেই যায় ওরা কার্শিয়াং। সেখানেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি এবং গাড়িতে থাকা যুবকদের দেহ উদ্ধারের চেষ্টা চালায়। এক এক করে দেহ উদ্ধার হয়। এখন পর্যন্ত ৪টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এক জনের খোঁজ চলছে সেখানে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।