ঘরের পাশেই মুরগির মতোই এখন ঘোরাফেরা করছে ময়ূর!

ঘরের পাশ দিয়ে যখন তখন ঘোরাফেরা করছে ময়ূর। যেন বাড়ির পোষা কোন পাখি। ইদানিং এই দৃশ্য দেখা যাচ্ছে শিলিগুড়ির কাছে রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে। সরস্বতীপুর চা বাগানের ভিতর শ্রমিকদের অনেক বাড়ির পাশে মুরগির মতই পালন করা হয় যেন ময়ূর লকডাউনে যেন মানুষকে দেখে ওরা ভয় পায় না ওরা।
ছবি: সৌজন্যে আমরা কজন স্পোটিং ক্লাব। আমবাড়ি ফালাকাটা।