Home রাজ্য দক্ষিণবঙ্গ গ্রুপ সি পদের চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝির

গ্রুপ সি পদের চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝির

এইচ.এন. ডেস্ক: এবার এসএসসি দুর্নীতিতে নাম জড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝির বৃষ্টি মুখোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গ্রুপ সি পদে গরমিলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় নাম রয়েছে  বৃষ্টি মুখোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ ও গ্রুপ ডি’র নিয়োগে দুর্নীতির পর হাইকোর্টের নজরে গ্রুপ সি। ওই পদের চাকরিতে ওএমআর শিটে কারচুপি করা হয়েছে বলে হাইকোর্ট জানতে পেরেছে। ইতিমধ্যে  ৩১১৫ জনের ওএমআর শিটে গরমিল পাওয়া গিয়েছে। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। বোলপুর হাই স্কুলে ক্লার্কের চাকরি পেয়েছিলেন। নীহারবাবু বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তবে বৃষ্টি মুখোপাধ্যায় নিয়মিত স্কুলে যেতেন না।  তারপর হঠাৎ ইস্তফা না দিয়ে চলে যায়।