Home রাজ্য উত্তরবঙ্গ গ্রামে ১০০ দিনের কাজের নামে টাকা পাইয়ে দেওয়ার চক্র সক্রিয়!

গ্রামে ১০০ দিনের কাজের নামে টাকা পাইয়ে দেওয়ার চক্র সক্রিয়!

শিলিগুড়ি, ১৬ এপ্রিল: শিলিগুড়ি মহকুমার বিস্তীর্ন এলাকায় রেশন ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ ও গ্রামীণ এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পের নামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ গরিব মানুষের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। লকডাউন অমান্য করে নথিপত্র সংগ্রহ করছে একশ্রেণীর লোক। এমন অভিযোগ তুলে শিলিগুড়ির মহকুমা শাসককে জানানো হয়।
এর প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা, শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যবস্থা নিতে বলা হয়। সংগঠনের সভাপতি কাঞ্চন দেবনাথ এনিয়ে খড়িবাড়ির বিডিও যোগেশচন্দ্র মণ্ডলের মাধ্যমে শিলিগুড়ির মহকুমা শাসক সুমন্ত সহায়ের কাছে, স্মারকলিপি প্রদান করা হয়। কাঞ্চনবাবু বলেন, এই কাজে এক শ্রেণীর অসাধু তৃণমূলের লোক জড়িত রয়েছে। এই কঠিন অসময়ে গরীব মানুষরা যাতে প্রতারিত না হন। তা দেখতে হবে।