Home Top News গ্রামের মহিলা পুরুষ মহানন্দা নদী থেকে জল নিয়ে আসেন

গ্রামের মহিলা পুরুষ মহানন্দা নদী থেকে জল নিয়ে আসেন

ফাঁসিদেওয়া, ৩১ মার্চ: প্রতিবছরের মতো এবছরও ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজাম তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় লালদাসজোত গ্রামে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। বাড়িতে রয়েছে গভীর কুয়ো। সেই কুয়ো প্রায় শুকিয়ে কাঠ, পাশেই রয়েছে সরকারি পানীয় জলের জলাধার, কিন্তু জল দেওয়া হয় না। পরিত্যক্ত হয়ে রয়েছে এই জলাধার। করোনার জেরে সারাদেশে চলছে লকডাউন, তাই গ্রামের মানুষ একমাত্র ভরসা মহানন্দা নদীর পানীয় জল। গ্রামের মহিলা থেকে পুরুষরা নদীর জল মাথায় বালটিতে করে ঘরে নিয়ে যাচ্ছেন। অপরিশোধিত এই পানীয় জল পান করছেন। বহুবার জানানো হয়েছে ফাঁসিদেওয়ার প্রশাসনকে। গ্রামের মানুষের অভিযোগ আশা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এতদিন থেকে। এবার গরমে তীব্র সংকট দেখা দেবে। সেই আর আশংকায় দিন গুনছেন বাসিন্দারা। তাদের দাবি অন্তত প্রশাসন এবার এগিয়ে আসুক। মানুষের পানীয় জলের সমস্যা মেটাক।