Home রাজ্য দক্ষিণবঙ্গ গোলাপি চাঁদ দেখতে পাবেন আকাশে

গোলাপি চাঁদ দেখতে পাবেন আকাশে

কলকাতা, ৭ এপ্রিল: আজ ও কাল আকাশে দেখা যাবে গোলাপি চাঁদ। যাকে ডাকা হয় সুপার মুন বলে। অন্যদিনের তুলনায় অনেক বড় একটি চাঁদ। বড় একটি খালার মতো। আজ পূর্ণিমার চাঁদ এমনি হবে। রং তার পিঙ্ক তথা গোলাপি।
আজ অন্যদিনের চাঁদের থেকে ১৪ শতাংশ বড় হবে। অনেকটা কাছে চলে আসবে। তাই চাঁদের উজ্জ্বলতা ৩০ শতাংশ বেশি হবে। এ বছরের বৃহ্ত্তম চাঁদ আজ সন্ধ্যায় আকাশে খেয়াল রাখুন। দেখতে পাবেন। বাড়ি থেকেই। তবে রাস্তায় বের হবেন না। করোনা নিয়ে লকডাউন চলছে। তারপরও বাইরে বের হলে করোনা সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে।
এদিন সন্ধ্যা থেকে কাল বুধবার সকালের আকাশে দেখা যাবে। এই চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে। তাই তার রং আজ গোলাপি হবে।