Home রাজ্য গোরুপাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

গোরুপাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

এইচ.এন. ডেস্ক: ১১ জুলাই: অবশেষে গোরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয় তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অনেকবার অনুব্রতকে হাজিরার জন্য তলব করে সিবিআই। শুধুমধ্যে মাত্র একবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেও বারবার অসুস্থতার অজুহাতে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন। বিষয়টি ভালভাবে নেন নি তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়ি পৌঁছায় সিবিআই আধিকারিকদের একটি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ফেলে ভেতরে প্রবেশ করেন সিবিআইর তদন্তকারীরা । দরজা বন্ধ করে দিয়ে শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ঠাকুর ঘর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।