গোপন ডেরায় তল্লাশিতে মিলল ১০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক

কলকাতা, ২১ জানুয়ারি: গোপন সোর্স মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দপ্তরে। একজন কুখ্যাত মাদক পাচারকারী আর তার শাগরেদ গা ঢাকা দিয়ে আছে কলকাতায়। তাদের ডেরায় লুকোনো রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক।
খবর পেয়ে গত রাতে দেড়টা নাগাদ উত্তর কলকাতার পাইকপাড়ার সেই গোপন ডেরায় তল্লাশি চালায় এসটিএফের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। এত রাতে পুলিশ অতর্কিতে হানা দিতে পারে, ভাবতেই পারেনি দুই মাদক পাচারকারী। মাদক লুকোনোর বা সরিয়ে ফেলার সামান্য সুযোগও ছিল না। ঘরের তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। মোট ওজন ২৫.২৫৫ কেজি। আন্তর্জাতিক চোরাবাজারে যার দাম উঠতে পারে ৭৫ থেকে ১০৫ কোটি টাকা অবধি।
কলকাতা বা পশ্চিমবঙ্গে তো বটেই, এমনকি উত্তর-পূর্ব ভারতেও এই পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়নি সাম্প্রতিক অতীতে।
ধৃত জুবের উত্তরপ্রদেশের বাসিন্দা। মাদক পাচারকারীদের দুনিয়ায় ‘স্বনামধন্য’। তার শাগরেদ ধৃত মৌলানা ফয়জুদ্দিন মণিপুরের বাসিন্দা। দু’জনে মিলে কলকাতায় মাদক পাচারের কারবার শুরু করেছিল বেশ কয়েকদিন ধরেই। রোজগারও ভালোই হচ্ছিল। শেষরক্ষা আর হল কই?
●থাকল ধৃত জুবের আর ফয়জুদ্দিনের ছবি। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের ছবিও থাকল।
সৌজন্যে: কলকাতা পুলিশ