Home Top News গোপন চেম্বার বানিয়ে ২৩০ কেজি গাঁজা পাচার করা হচ্ছিল

গোপন চেম্বার বানিয়ে ২৩০ কেজি গাঁজা পাচার করা হচ্ছিল

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: টেলারের গাড়িতে করে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা।
গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি এস ও জি ও আমবাড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এরপর উদ্ধার হয় প্রায় ২৩০ কেজি গাঁজা ।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে শিলিগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল নাগাল্যান্ড নাম্বারের গাড়ি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী গজলডোবা তিস্তা কেনাল নাওয়াপাড়া এলাকায় গাড়িটি ধরা হয়। গাড়ির নম্বর হল এন এল 01G 8534
এই নম্বরের গাড়িটিকে আটক করতেই তল্লাশি চালায় পুলিশ ।
কিন্তু প্রথমে বুঝতেই পারছিলেন না কোথায় রয়েছে বিপুল পরিমাণ গাঁজা।
এরপর তন্ন তন্ন করে খুঁজতে থাকে গাড়িতে।
তাতেই মিলে সাফল্য ।
দেখা যায় গাড়ির নিচে গোপন চেম্বার ।
সেই চেম্বারে থেকে বেরিয়ে আসে এক এক করে বহু গাজার প্যাকেট।
তার ওজন করে দেখা যায় ২৩০ কেজি গাঁজা।
যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এই ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে।
তার নাম রঞ্জিত কুমার।
তার বাড়ি বিহারে। তিনি গাড়ির চালক। মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
মিলছে সাফল্যও।
গত কয়েকদিন আগে ফুলবাড়ী এলাকা থেকে স্কুটি থেকে উদ্ধার করেছিল বিপুল পরিমাণ গাঁজা। দুদিন আগে মাটিগাড়ায় অভিযান হয়। ধরা হয়। আজ ফের সাফল্য পেল।