Home রাজ্য উত্তরবঙ্গ গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ মার্চ: এবার রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করল সরকার। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। করোনা নিয়ে রাজ্যের পরিস্থিতি উপলব্ধি করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২২ মার্চ রাজ্যের ২৩ টি জেলার কিছু এলাকায় লকডাউন জারি করা হয়েছিল। এবার গোটা রাজ্যেই করা হল। ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এদিন রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।