গাঁজা সহ এক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ

রাজগঞ্জ, ২০ জুনঃ ৩০ কেজি গাঁজা সহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জের আমবাড়ি ফাঁড়ির পুলিশ । শুক্রবার রাতে গন্ডার মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম ছোটু মহম্মদ । তাঁর বাড়ি শিলিগুড়ির রতনলাল বস্তিতে ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে গন্ডার মোড় এলাকা এক যুবককে গ্রেপ্তার করা হয় । তাঁর কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে । ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলার পর রিমান্ডে চাওয়া হয় । ওই গাঁজা কার কাছে হাতবদল করার মতলব ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত সেব্যাপারে জেরা করে জানার চেষ্টা করা হবে ।