Home রাজ্য উত্তরবঙ্গ গরিব পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌকত আলি

গরিব পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌকত আলি

রাজগঞ্জ, ৩১ মার্চ: লকডাউনের জেরে কর্মহীন দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সদস্য সৌকত আলি। মঙ্গলবার প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। ওই সাহায্য দিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে।
রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার সিপিএমের পঞ্চায়েত সদস্য তথা ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সৌকত আলি। এদিন ওই দিনমজুর পরিবারগুলিকে সাহায্য দেওয়ার সময় যাতে মানুষের জটলা না হয়, তার জন্য আগে থেকেই স্থানীয় ফাঁকা মাঠে বৃত্ত বানিয়ে রেখেছিলেন।
সৌকত আলি বলেন, লকডাউন জারি থাকা পর্যন্ত আগামী ১৪ এপ্রিল অবধি যাতে মানুষ ঘর থেকে বের না হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সকলকে নির্দেশ মেনে চলতে বলেছেন। সকলের স্বার্থে এই লকডাউন হলেও দিনমজুর পরিবারগুলি অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। তাই সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্রায় তিনশো গরীব পরিবারের হাতে ৫ কেজি চাল ও ২ কেজি করে আলু তুলে দেওয়া হয়।