গজলডোবায় সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে গেল ট্রাক

রাজগঞ্জ, ১৬ ডিসেম্বর: গজলডোবায় সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে গেল ট্রাক। সোমবার গজলডোবায় ব্যারেজে সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে যায়। চালক সহ গুরুতর জখম দুইজন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, একটি শক্তিমান ট্রাক ওদলাবাড়ি দিক থেকে আমবাড়ির অভিমুখে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ব্যারেজের সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক নয়ন বিশ্বাস ও সহকারী চালক পীযূষ বিশ্বাস। গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে মালবাজার থানার পুলিশ।