খুলে গেল দোকানপাট! দেখার নেই কারও

দোকানপাট খোলা। বাজার বসে গেছে। অন্যদিনের মতোই স্বাভাবিক হয়ে উঠছে যেন শিলিগুড়ির এই বাজার। লোকডাউনের মধ্যে কাপড়ের দোকান সহ বেশকিছু দোকানপাট খোলা। যে কারণে বাইক সাইকেল নিয়ে ক্রেতা বিক্রেতারা আসছেন। বিষয়টি নিয়ে পুলিশি হস্তক্ষেপের দাবি করছেন সচেতন শহরের বাসিন্দারা।