হলদিবাড়ি, ২৩ এপ্রিল: গ্রীন জলপাইগুড়ি আহার এটিএম এর পক্ষ থেকে গত ২৬ মার্চ থেকে জলপাইগুড়ি শহরের ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন, ধর্মশালায় আটকে পড়া মানুষদের দুই বেলা খাবার দান। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আগত রোগীর পরিজনদের ও হাসপাতাল কর্মীদের রাতের খাবার বিতরণ। পাশাপাশি বিভিন্ন এলাকার দু:স্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী, টিফিন, বেবীফুড, মাস্ক উপহার দিয়ে আসছে।
আজ বৃহস্পতিবার ১২ দফায় গ্রীন জলপাইগুড়ি আহার এটিএম এর পক্ষ থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি-র বিভিন্ন এলাকার শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, সরিসার তেল ৫০০ গ্রাম, আটা ১ কেজি, বিস্কুট ১পেকেট,সোয়াবিন ২৫০ গ্রাম,মুড়ি ২৫০ গ্রাম, সাবান ১ টা, মাস্ক ২টা, বাঁধাকপি ২ টা, ফুলকপি ১টা, ম্যাগী ২ পেকেট, লবন ১কেজি। এই খাবারের প্যাকেট দেখে অবাক হবেন।
আগামী দিনে আরো কিছু পরিবারের হাতে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার ইচ্ছে আছে, গ্রীন জলপাইগুড়ি-র।