Home রাজ্য উত্তরবঙ্গ কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি সিদ্ধান্ত বদল, এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভই

কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি সিদ্ধান্ত বদল, এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভই

শিলিগুড়ি, ২৮ এপ্রিল: কয়েক ঘণ্টাতেই অবস্থান বদল করল সরকার। গৌতম দেব নয়, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ( এসজেডিএ ) চেয়ারম্যান পদে সৌরভ চক্রবর্তীকেই বহাল রাখা হয়।
সকালেই জানানো হয়েছিল এসজেডিএ-র চেয়ারম্যান হচ্ছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বিভিন্ন মহল ও বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় গৌতম দেবকে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন। কিন্তু কয় ঘন্টার মধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, গৌতম দেব নয়, সৌরভ চক্রবর্তীই চেয়ারম্যান পদে থাকছেন। হঠাৎ কেন সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল এবং আবার কেনই বা তাঁকে পদে ফিরয়ে আনা হল, তা জানা যায়নি।