Home দেশ কেন সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চাইছেন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

কেন সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চাইছেন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

এইচ.এন. ডেস্ক: ৩ মার্চ: কেন সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটের মাধ্যমে নিজেই তার ব্যাখ্যা দিলেন।
প্রধানমন্ত্রী টুইট করেন, ‘ভাবছিলাম এই রবিবার ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব। কেন ছাড়ছি সে বিষয়ে পরে পোস্ট করে সকলকে জানাব। মঙ্গলবার এক টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এক দিনের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বলেছিলাম। এবার আন্তর্জাতিক নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেইসব মহিলাদের জন্য ছেড়ে দেব যাদের জীবন ও কাজকর্ম আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। মহিলাদের ওই কাহিনী লাখ লাখ মানুষকে উৎসাহ জোগাবে। আপনি কি সেই ধরনের কোনও মহিলা যাঁর জীবনের কাহিনী সবাইকে প্ররণা দেবে? তাহলে সেইসব কাহিনী আমার সঙ্গে শেয়ার করুন #SheInspiresUs ব্যবহার করে।