কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে করোনা সংক্রমণ রুখতে স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপ

এইচ.এন.ডেস্ক, ৯ মে: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। অন্যান্য বাহিনীতেও বাড়ছে করোনা সংক্রমণের হার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর ৫৩০ জনের করোনা ধরা পড়েছে। বিএসএফেই ২২৩ জন সংক্রমিত।বিএসএফ এবং সিআইএসএফের ২ জন করে ও সিআরপিএফের ১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রকের আধিকারিকদের নিয়ে
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার ডিরেক্টর জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজির শীর্ষ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধ নিয়ে ভাবার পাশাপাশি বাহিনীর শরীরস্বাস্থ্য, সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা নিয়েও চিন্তিত। বাহিনীর সদস্যদের শরীর স্বাস্থ্য সদস্যদের মেসে থাকার ব্যবস্থায় রদবদল, সামাজিক দূরত্ব মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা, স্যানিটাইজেশন, ব্যারাকে বিভিন্ন সুবিধাপ্রদান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে বিশেষ ট্রেনিং সহ আয়ূষ মন্ত্রকের পরামর্শ মেনে বাহিনীর সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়ার বিষয়েও আলোচনা হয়।