কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত ধরে বিজেপিতে দিনহাটার তৃণমূল নেতারা

কোচবিহার, ১১ মে: কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড়ে ভাঙ্গন ধরলো তৃণমূলের। দিনহাটার ( Dinhata )ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেন।
বুধবার সন্ধ্যায় ভেটাগুড়ি চৌপতিতে বিজেপির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য প্রবিন বর্মন, কাকলি বর্মন সুমিতা বর্মন ও দিনহাটা ১ বি ব্লকের যুব তৃণমূলের সহসভাপতি চন্দন বর্মন ও কয়েকজন অঞ্চল কমিটির সদস্য সহ প্রায় ২০০ টি পরিবার বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে তৃণমূলের ভাঙ্গন ধরাচ্ছেন মন্ত্রী। এবার নিজের এলাকা ভেটাগুড়িতে পথসভা এবং যোগদান কর্মসূচি করে তৃণমূলের ভিত কাপালেন তিনি। নিশীথ প্রামাণিক বলেন….