Home রাজ্য উত্তরবঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর মারাত্মক হামলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর মারাত্মক হামলা

কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হিংসাত্মক হামলা। কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাট এলাকার ঘটনা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে হিংসার আশ্রয় নিয়েছে তৃণমূল। তালিবানি কায়দায় সাধারণ মানুষের ওপর ওরা যেমন হামলা চালিয়েছে তেমনই নেতা মন্ত্রীরাও বাদ যাচ্ছে না। দিনহাটার বুড়িরহাটে গন্ডগোলের পর ভেটাগুড়িতেও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শেষে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি বলেন, বাংলার নেতা মন্ত্রীরা সুরক্ষিত নয়। এটা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক ঘটনা। বিজেপি কর্মীরাই বুড়িরহাটে হামলা চালিয়েছে বলে কোচবিহার জেলার অতিরিক্ত  পুলিশ সুপারের বক্তব্য প্রসঙ্গে নিশীথ বলেন, ‘উনি একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। তৃণমূলের চামচাগিরি করছেন। তাই ঘটনার তদন্ত না করেই এধরনের মন্তব্য করেছেন।‘