Home রাজ্য উত্তরবঙ্গ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির লং মার্চ, মঙ্গলবার শিলিগুড়িতে জনসভা

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির লং মার্চ, মঙ্গলবার শিলিগুড়িতে জনসভা

রাজগঞ্জ, ৯ ডিসেম্বর: এন আর সির প্রতিবাদ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ এবং বিভিন্ন দাবি-দাওয়া সহ আগামী ৮ জানুয়ারি ভারত বনধের সমর্থনে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির লং মার্চ। গত বুধবার কোচবিহার থেকে শুরু হয়ে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির বেলাকোবা পৌঁছায়। সেখানে পথসভা করার পর রাতে বেলাকোবার হরি মন্দিরে রাত কাটায়। সোমবার সকালে আবার লং মার্চ শুরু হয়ে ফাটাপুকুর পৌঁছে এক পথসভা করা হয়। সেখান থেকে রাজগঞ্জ বাজারে গিয়ে পথসভা করা হয় এবং মধ্যাহ্ন ভোজনের পর কালিনগর, গাডরা হয়ে পাগলা হাটে পথসভা। এরপর বিহার হাট, জটিয়াকালি হয়ে ফুলবাড়ি পৌঁছে সেখানেও পথসভা করার কর্মসূচি রয়েছে। সেখান থেকে এই লং মার্চ তিনবাত্তি গিয়ে পথসভা করে সেখানে রাত্রিযাপন করবে। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জনসভায় যোগদান করবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।