মালদা,২০ জুলাই : এক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক থানার অন্তর্গত বাখরপুর বাঁধ এলাকা থেকে উদ্ধার হয়। মৃতের নাম হালিম মোমিন (৩০)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর তুতপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কুপিয়ে খুন করেছে ওই যুবককে তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।