রাজগঞ্জ, ২৮ মার্চ: কুড়ি লক্ষাধিক টাকা সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে হাতিমোড় এলাকায় নাকা তল্লাশির সময় টাকা সহ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে নাকা চেকিং করার সময় জলপাইগুড়ি অভিমুখী ছোট চার চাকার একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২২ লক্ষ ৪৬ হাজার টাকা। ধৃতরা হল দার্জিলিংয়ের জোরবাংলো এলাকার গুঞ্জন রাই ( ৩৩ ), জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার ধনেশ্বর বর্মন ( ৪৮ ), কোচবিহার জেলার মেখলিগঞ্জের ভূপেন বর্মন ( ৪২ ), ময়নাগুড়ির বার্নিশ বাজারের প্রহ্লাদ বর্মন ( ৩৪ ) ও ময়নাগুড়ির পুটিমারির কমল রায় ( ৩০ )। সরকারি ধান ক্রয়ে গোলযোগের কারণে রাজগঞ্জ বাজার থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের খবর চাউর হলেও পুলিশ ঘটনাটি অস্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা এতো পরিমান টাকা কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার কোনও সদুত্তর না দিতে পাড়ায় গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।