Home রাজ্য কুড়মি আন্দোলনের কারণে আজ বাতিল বহু ট্রেন

কুড়মি আন্দোলনের কারণে আজ বাতিল বহু ট্রেন

এইচ. এন. ডেস্ক: কুড়মি আন্দোলনের কারণে বাতিল বহু ট্রেন। আজ শনিবার অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা।
কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনা, সারনা ধর্মের স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার সহ কয়েকটি দাবিতে লাগাতার আন্দোলন চলছে। গত বুধবার থেকে রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে রেল রোকো আন্দোলন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে রেল অবরোধ করেছে কুড়মিরা। ওই আন্দোলনের জেরে ভোগান্তি রেলযাত্রীদের। বাতিল করা হয় খড়্গপুর ডিভিশনে আপ-ডাউনের বেশ কয়েকটি ট্রেন।
শুক্রবার রেল অবরোধের জেরে বাতিল হয়েছে খড়্গপুর ডিভিশনে আপ-ডাউনের বেশ কয়েকটি ট্রেন। ২৫ টি আপ এক্সপ্রেস ট্রেন ও ১৭ টি ডাউন এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়। আজও অনেক টেন বাতিল করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হলেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা।