Home রাজ্য উত্তরবঙ্গ কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়

কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়

উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল: ফের অশান্ত কালিয়াগঞ্জে, পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে। মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন ( ৩৩)। তার বাড়ি রাধিকাপুরের চাঁদগাও এলাকায়।
জানা গিয়েছে, কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর পর দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। রণক্ষেত্রেরও চেহারা নেয়। উত্তেজিত জনতা থানায় আগুন ধরানোর পাশাপাশি পুলিশকে মারধর করে। ওই ঘটনার পর বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ইতিমধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, বুধবার গভীর রাতে রাধিকাপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয়পুলিশ। সেসময় তিনি বাড়িতে না থাকায় তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়। এতে গ্রামবাসীরা পুলিশের পথ আটকায়। বেগতিক বুঝে পুলিশ দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে গুরুতর জখম হন মৃত্যুঞ্জয়। তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।