দার্জিলিং, ৩ জানুয়ারি: কার্শিয়াং টিভি টাওয়ার বন্ধ হয়ে গেলে শুধু পাহাড়বাসী নয়, প্রভাব ফেলবে পর্যটনে । তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে চিঠি দিলেন অনীত থাপা ।
গোর্খা নেতা অনীত থাপা তাঁর চিঠিতে লিখেছেন, কার্শিয়াংয়ের পাহাড় শীর্ষে বসানো আছে বিশালাকার এই টিভি টাওয়ার । ওই টাওয়ার বহু দুর থেকে দেখা যায় । কার্শিয়াংয়ে যখন দূরদর্শনের এই টিভি টাওয়ার বসানো হয়েছিল সেইসময় পাহাড়ের মানুষ আনন্দ করেছিলেন । কিন্তু দুদিন থেকে টাওয়ারে কোনও আলো জ্বলছে না। এই বিষয়টা পাহাড়ের মানুষের ভাবাবেগে আঘাত করছে । তিনি বলেন, টিভি টাওয়ার পর্যটনের অংশও বটে । পাহাড় শীর্ষে ঐ টিভি টাওয়ার দেখতে যান পর্যটকেরা । সুতরাং ওই টিভি টাওয়ার বন্ধ হয়ে গেলে প্রভাব পড়বে পর্যটনেও । কেন্দ্র সরকার যদি কার্শিয়াং টিভি সেন্টার বন্ধ করে দেয় তাহলে সাধারন মানুষকে কেবল চ্যানেলের ওপরেই নির্ভর করতে বাধ্য হবেন । কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে এমন বহু জায়গা আছে, যেখানে দূরদর্শন ছাড়া অন্য কোনও চ্যানেল পৌঁছায় না । ফলে সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন। মার খাবে নেপালি লোকসংস্কৃতি ও অন্যান্য অনুষ্ঠানগুলিও । তাছাড়া বেশকিছু মানুষ কর্মহারা হয়ে পড়বেন । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টিতে গুরুত্বসহকারে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন ।