Home Trending Now কানাডার এক দম্পতি আহত পথ কুকুরের দত্তক নিচ্ছেন

কানাডার এক দম্পতি আহত পথ কুকুরের দত্তক নিচ্ছেন

শিলিগুড়ি, ১০ ফেব্রুযারি: ভাগ্য ফিরতে চলছে শিলিগুড়ির সেই পথ কুকুরের। রাস্তায় বড় হয়ে উঠতে গিয়ে দুর্ঘটনায় পা হারাতে হয়। তারপরও একাধিকবার আহত হয়েছিল পথকুকুর। একসময় নাম পাওয়া সেই লিও এবার যাবে বিদেশে। সাত সমুদ্রের পাড়ে সুদূর কানাডায়। এই গল্পটাও রোমাঞ্চকর।
একসময় এই পথ কুকুরটির পাশে এসে দাঁড়ানো শিলিগুড়ির এনিম্যাল হেল্পলাইনের কর্মকর্তারা ভীষণ খুশি। এই স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ির ভারত নগরের একটি বাজার থেকে লিওকে আহত অবস্থায় উদ্ধার করে। এই বছর পুজোয় সপ্তমীর রাতে ফুলেশ্বরী রেলগেটে দুর্ঘটনায় পা হারায়। এবার সেই লিওই পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবেন সেখানকার এক দম্পতি। 
জানাগেছে, কয়েকদিন আগে শিলিগুড়ির ওই পশুপ্রেমী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে ওই সারমেয়টিকে উদ্ধার করে। তার নাম দেওয়া হয় ‘লিও’। বা দিকের দুটি পা হারিয়েছে সে। খুব মর্মান্তিক। শুরু হয় তার চিকিৎসা। পায়ে সার্জারি করা হয়। এবার সেই লিও পাড়ি দিচ্ছে দিল্লি থেকে বিমানে কানাডায় ৷
শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রিয়া রুদ্র বলেন, “আমরা একটু মানবিক হতেই পারি। অবলা প্রাণীরা কি অপরাধ করেছে। অনেকসময় আমরা ওদের এড়িয়ে যাই। দুটি পা হারিয়ে ফেলা পথ কুকুরটিকে আমরাই নাম দিয়েছি ‘লিও’। ওর সম্পর্কে শুনে কানাডার এক দম্পতি দত্তক নিতে চেয়ে দিল্লির এক পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ হয়। আমরাও দেরি না করে প্রস্তাবে রাজি হয়ে যাই। ও আপাতত দিল্লিতে রয়েছে। সেখানেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর সেখান থেকেই বিমানে কানাডা পাড়ি দেবে। শিলিগুড়ির রাস্তায় বেড়ে ওঠা এই সারমেয়টি কানাডায় যাবে বলে আমার আনন্দিত। ও যাচ্ছে। তবে সেই সঙ্গে আমরা ওকে মিস করব খুব।”

©গিরিশ মজুমদার