Home Top News কাওয়াখালীতে আজ শেষ হচ্ছে এই মেলা

কাওয়াখালীতে আজ শেষ হচ্ছে এই মেলা

শিলিগুড়ি, ১৫ মার্চ: শিলিগুড়ির কাওয়াখালির বিশ্ববাংলা শিল্পী হাটে অবশেষে বহু প্রতীক্ষিত হস্তশিল্প মেলা আজ শেষ হয়ে যাচ্ছে।। কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য উপযুক্ত পরিবেশ থাকায় এই মেলার অপেক্ষায় থাকেন অনেকে। করোনার কারণে গতবছর এই মেলা অল্প কিছু স্টল নিয়ে শুরু হয়েছিল। তাতেও বিক্রি হয়েছিল ১ কোটি ৩৬ লক্ষ টাকা। শিল্পীরা অর্ডার পেয়েছিলেন ৫০ লক্ষ টাকার। তার আগের বছর ৫ কোটি টাকা বিক্রি হয়েছিল। অর্ডার পেয়েছিলেন ৩ কোটি টাকা। এবার আরও বেশি স্টল দিয়ে জমজমাট করা হয়ছে।

১০২টি হস্ত শিল্পীদের স্টলের পশাপাশি আরও নানা শিল্প মিলে অন্তত ৩০০টি স্টল থাকবে এই মেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা হাতের তৈরি সামগ্রি নিয়ে এসেছেন। এখানে পাওয়া যাবে গ্রামীণ শিল্পী, খাদির কাটুনি, বয়ন শিল্পীদের উৎপাদিত সামগ্রি। এছাড়া রয়েছে বাংলার বিভিন্ন জেলার তৈরি সুতি, রেশম, তসর, গরদ, কেটিয়া, বাপ্তা, মসলিন, পশমের পোশাক। এর সঙ্গে সুন্দরবন, দার্জিলিং ও কালিম্পং জেলার মধু ও তুলসি আরক। বাঁকুড়া জেলার ডোকরা ক্রাফট, শুশুনিয়ার পাথরের খোদাই করা শিল্প সামগ্রি। পাঁচমুড়ার টেরাকোটা। শাল ও সাবাইয়ের বিভিন্ন সামগ্রি। পাশাপাশি নতুন গ্রামের কাঠের পুতুল। বর্ধমান ও বীরভূমের কাথাস্টিচ। কোচবিহারের শীতল পাটি, মেদেনিপুরের মাদুর।

মেলা ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। দুপুর ১ টা থেকে শুরু হবে মেলা। চলবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। এই মেলার আয়োজক ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর।

শিল্পী হাট পর্যটকদের কাছেও প্রিয় হয় উঠছে। এবার মেলায় কেনাকাটা, ঘোরা ও খাওয়া দাওয়া সবই হবে। মেলায় এলে কোনও টিকিট লাগবেনা
তবে প্রথম ধাপের মেলা আজ ১৬ মার্চ শেষ হচ্ছে।