Home রাজ্য উত্তরবঙ্গ কলেজ ছাত্রীর সাথে শ্লীলতাহানি! পথে নামল তৃণমূল

কলেজ ছাত্রীর সাথে শ্লীলতাহানি! পথে নামল তৃণমূল

শিলিগুড়ি, ২৩ নভেম্বর: শিলিগুড়ি সূর্যসেন কলেজের এক ছাত্রীকে শ্রীলতাহানি করার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ওই বিজেপি নেতার শাস্তির দাবিতে শনিবার ফুলবাড়ি-১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে থানায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থানা এলাকায় একটি ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টারে শিলিগুড়ি সূর্যসেন কলেজের এক ছাত্রীকে শ্রীলতাহানি করার অভিযোগে পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে। তার নাম কাজল বিশ্বকর্মা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।